ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে নৌকাডুবি, দুইজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:৩৩, ১ অক্টোবর ২০২৫
রাঙামাটিতে নৌকাডুবি, দুইজনের মৃত্যু

কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর সন্ধানে বুধবার সকালে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস

রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো এক শিশু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে। 

গতকাল রাতেই ইয়াসিন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়। বুধবার (১ অক্টোবর) সকালে নিখোঁজ শিরিন আক্তারের (৪০) মরদেহ পাওয়া যায়। নিখোঁজ শিশুর নাম মাসুম (৫)।  

আরো পড়ুন:

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, গতকাল সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে যান। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার ফিরছিলেন তারা। হ্রদে ঝড় শুরু হলে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। 

লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী বলেন, “সকালে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। আমরা ঘটনাস্থল থেকে নিখোঁজ শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করেছি। এখনো মাসুম নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে, আমাদের অভিযানে সেনাবাহিনী সহায়তা করছে।”

 

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়