গাজীপুরে অগ্নিকাণ্ডে ২১ কক্ষ পুড়ে ছাই
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ২১টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিম পাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। কক্ষগুলো ভাড়া দিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ২১টি কক্ষ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া আব্দুল মান্নান বলেন, “আগুনে সবকিছু পুড়ে গেছে। নগদ টাকা ও মালামালসহ আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর আজাদ বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’’
ঢাকা/রফিক/রাজীব