ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৫২, ১২ অক্টোবর ২০২৫
গাইবান্ধায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন কারাগারে

গাইবান্ধা সদর উপজেলার ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে রোকন সরদার হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেনসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই আদেশ দেন। এ নিয়ে একই মামলায় দ্বিতীয় দফায় কারাগারে গেলেন মোসাব্বির হোসেন।

আরো পড়ুন:

আদালতের পেশকার হাফিজুর রহমান বলেন, ‘‘রবিবার রোকন সরদার হত্যা মামলার চার্জশিট শুনানির দিন নির্ধারিত থাকায় মোসাব্বিরসহ এজাহারনামীয় ১৬ আসামির মধ্যে ১৪ জন আদালতে হাজির হন। শুনানি শেষে বিচারক আসামি সুলভ মিয়া খাজা, শাহ আলম, লিটন ও চেয়ারম্যান মোসাব্বিরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

এর আগে, ২০২১ সালে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান মোসাব্বির। তবে ওই বছরের ৫ ডিসেম্বর গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ তাকে প্রথম দফায় কারাগারে পাঠান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইকেল পার্টস ব্যবসায়ী রোকন সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রোমান সরদার বাদী হয়ে চেয়ারম্যান মোসাব্বিরসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়