ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:২১, ১৩ অক্টোবর ২০২৫
কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার ছয়টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকার সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রেখেছেন।

আরো পড়ুন:

জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা ও কুমারখালীর সকল বেসরকারি স্কুল, কলেজ, কারিগরী প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠদান বন্ধ দেখা গেছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারির জন্য সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়।

শিক্ষক নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেছে। এমনকি কয়েকজন শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার বলেন, ‘‘শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ, ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতা আদায়ের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।’’

কুষ্টিয়ার নিমতলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘আমরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’’ 

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যক্ষ আবু বক্কর বলেন, ‘‘২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি। দাবি আদায় না হলে আমরা শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রাখব।’’ 

ঢাকা/কাঞ্চন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়