ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ তরুণী আটক

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৩ অক্টোবর ২০২৫  
ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ তরুণী আটক

ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ আরজু আক্তার (২৪) নামের এক তরুণীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর রেল বস্তি এলাকায় এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। আরজু আক্তার ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে এবং পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। আরজু আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা মোট ১ হাজার পিস ইয়াবা এবং কিছু হেরোইন জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ সময় মাদক বিক্রির ১৯ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ৪ লাখ টাকা লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

আটক আরজু আক্তারের মা সাহেদা বেগম (৪০) ফরিদপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তিনি একই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় ২৬টি মাদক মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন সাহেদা বেগম। সর্বশেষ গত বছরের ২০ মে ২৫০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আরজু আক্তারকে আটক করেছে। তার নামে থানায় কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরজু আক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়