ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈমষ্যবিরোধী নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:২৭, ১৩ অক্টোবর ২০২৫
বৈমষ্যবিরোধী নেতার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলন করে ঠিকাদার আব্দুর রহমান জনি চাঁদা দাবির অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তবে রাফি তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ঠিকাদার আব্দুর রহমান জনি স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত রাফি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। ভুক্তভোগী জনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, ‘‘সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিজুর রহমান মাস্টার বাড়ির সামনে সলিং রাস্তার কাজ করছি। গত ৩ অক্টোবর সমন্বয়ক পরিচয়দানকারী রাফি ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে দেন। কারণ জানতে চাইলে তিনি আমার লোকজনকে মারধর করেন। একপর্যায়ে আমাকে মোবাইল ফোনে হুমকি দেন। তিনি আমার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’’

তিনি আরো অভিযোগ করেন, ‘‘ওই টাকা না দিলে সরকারি কোনো দপ্তরে প্রবেশ করতে দিবেন না বলে হুমকি দেন। তিনি রবিবার (১২ অক্টোবর) রাতে আমার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। আগুনে আমার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’’

অভিযোগের বিষয়ে শাহেদুর রহমান রাফি বলেন, ‘‘জনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তিনি বিভিন্ন উপদেষ্টার কাছের লোক ও সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ জন্য তাকে সতর্ক করেছি। এছাড়া তিনি শাকচরে পচা ইট দিয়ে রাস্তা করছেন। স্থানীয় জনগণ তার কাজ বন্ধ করে দেন। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’’

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, ‘‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ঘটনার তদন্ত চলছে।’’ 

ঢাকা/লিটন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়