ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:০৪, ১৪ অক্টোবর ২০২৫
বরিশালে আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমি কেকা

ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

স্বজনদের ভাষ্য, রাতে মৃতদেহ উদ্ধার করা হলেও কেকার মৃত্যু হয়েছে বিকেল ৫টার দিকে। তাদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকরা তাকে হত্যা করেছে। 

নিহত কেকা বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী। তিনি ঝালকাঠির চাঁদকাঠী এলাকার সেকেন্দার কবিরের মেয়ে।

বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ বলেন, ‍“জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, একটি রুমের ভেতরে মরদেহটি পড়ে আছে। আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে, নিহতের শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।”

নিহতের ভাই শফিউল আলম টুটুলের অভিযোগ, “কেকাকে তার শ্বশুরবাড়ির লোকরা হত্যা করেছে। মৃত্যুর খবর চাপা রাখতে তারা কাউকে জানায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।”

বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “সদর রোড থেকে কেকা নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/পলাশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়