ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৩৫, ১৫ অক্টোবর ২০২৫
দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

মো. দেলওয়ার হোসেন

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. আলম মিয়া। 

আরো পড়ুন:

মামলার বাদী আলম মিয়া বলেন, ‍“আসামি মো. দেলওয়ার হোসেন দীর্ঘ সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত মোট ৭ কোটি ৬৪ লক্ষ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।”

তিনি জানান, মো. দেলওয়ার হোসেনের নামে দিনাজপুর জেলার বালুবাড়িতে ৫ তলা বাড়ি, ঢাকার ধানমন্ডিতে ২০৭০ এবং ২৭৪৬ বর্গফুটের ২টি ফ্ল্যাট এবং কার পার্কিং, ঢাকার মোহাম্মদপুরে ১৪০০ বর্গফুটের ফ্ল্যাট এবং কার পার্কিং, স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা, দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুরে নিজ ও সন্তানদের নামে ২৮.৫০ একর জমি। এসবের মূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা। অস্থাবর সম্পদ ব্যবসার মূলধন, আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, স্বর্ণালঙ্কার ও ব্যাংক স্থিতি ৬ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৪৯৯ টাকা। মোট সম্পদ ১৪ কোটি ১৮ লাখ ২৯ হাজার ৬৪৪ টাকা। 

যেখানে দায়/ঋণ বাদে নীট সম্পদ ১৩ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৮৮৭ টাকা। আয় ও ব্যয়ের তুলনা গ্রহণযোগ্য আয় ৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৯৩৬ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় ২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৬৭৪ টাকা। মোট ব্যয় ও সম্পদ অর্জন: ১৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৫৬১ টাকা। ফলাফল হিসেবে প্রমাণিত হয় যে, ৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এবং এর কোনো বৈধ উৎস অনুসন্ধান করা যায়নি।

তিনি আরো জানান, এ কারণে মো. দেলওয়ার হোসেনের বিরুদ্ধ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে দুদক প্রধান কার্যালয় ঢাকা থেকে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়