ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের কার্যক্রম শুরু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:১২, ১৬ অক্টোবর ২০২৫
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের কার্যক্রম শুরু চট্টগ্রামে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে নতুন এক মাইলফলক অর্জন করেছে। শুরু হয়েছে বর্জ্য থেকে পরীক্ষামূলকভাবে জ্বালানি উৎপাদনের কাজ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের হালিশহর আনন্দ বাজার ল্যান্ডফিল্ডে ‘গ্যাস কূপের টেস্ট বোরিং’ উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, “জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জ্যকে সম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। এই প্রকল্পের মাধ্যমে আমরা চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করতে চাই।”

তিনি বলেন, “সিটি করপোরেশনের ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পের আওতায় চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস উৎপাদনের কাজ শুরু হয়েছে। এই টেস্ট বোরিং সফল হলে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গভাবে প্রকল্পটি চালু হবে এবং জনগণ বিনামূল্যে বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবেন।”

মেয়র বলেন, “আমি শুরু থেকেই পরিকল্পনা করছি, কীভাবে শহরের আবর্জনা সম্পদে রূপান্তর করা যায়। চট্টগ্রামের হালিশহরের মানুষ বছরের পর বছর দুর্গন্ধ ও দূষণের কষ্ট ভোগ করছেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা শুধু পরিবেশ রক্ষা নয়, বরং বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করব।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়