ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ কমে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:১৬, ১৬ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ কমে অর্ধেক

ফাইল ফটো

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক কমেছে। এবার এই বোর্ডে এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯৭ জন। যা গতবারের তুলনায় ৪ হাজার ১৭২ জন কম। ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন।

এদিকে, এই শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২. ৫৭ শতাংশে। গতবার ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফলে জানা যায়, চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ শতাংশ। নগরের বাইরে জেলায় পাসের হার ৪৩.৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪ শতাংশ, খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩৫.৫৩ শতাংশ ও বান্দরবান পার্বত্য জেলায় ৩৬.৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫.৩৯ শতাংশ।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্য কর্মকর্তারা।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়