বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হতে পারে ডিসেম্বরে
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগামী ডিসেম্বরে বিজয় দিবসের আগেই আনুষ্ঠানিকভাবে বগুড়া পৌরসভাকে ঘিরে সিটি কর্পোরেশন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই তথ্য দেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব) হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, নগর পরিকল্পনাবিদসহ পৌর কর্মকর্তারা।
পৌরসভার কার্যক্রম পরিদর্শনকালে যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে আটটি শর্ত প্রতিপালন করতে হয়। সব শর্তই এখানে পূর্ণ। জেলা প্রশাসকের কাছ থেকে একটি প্রতিবেদন নিয়েছে মন্ত্রণালয়। সিটি কর্পোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া পরিদর্শনে এসেছি। সরেজমিন প্রতিবেদন সচিব কমিটির সভায় উপস্থাপন হবে। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় কমিটির কাছে উপস্থাপিত হবে। আশা করছি, আগামী বিজয় দিবসের আগেই বগুড়া হবে সিটি কর্পোরেশন।”
যুগ্ম সচিব আরো বলেন, “একটি সিটি কর্পোরেশনে ন্যূনতম চার লাখ জনগোষ্ঠী থাকতে হয়। বগুড়ায় ১০ লাখ মানুষ বসবাস করে। প্রতিবছর ৫ কোটি টাকা রাজস্ব দরকার, এখানে গত বছর প্রায় ৪৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। বগুড়ায় প্রায় ২০ হাজারের বেশি শিল্প কারখানা রয়েছে। সব মিলিয়ে বগুড়া পৌরসভা অনেক আগেই সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার অন্যতম মাইলফলক অতিক্রম করেছে।”
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। ১০ এপ্রিল মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-২ শাখা থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেয়। বগুড়া পৌরসভা এলাকার ২১টি ওয়ার্ডের মৌজা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি হয়।
বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে পৌরসভা ‘ক’ শ্রেণির মর্যাদা পায়। কালক্রমে আয়তন বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা প্রায় ৭০ বর্গ কিলোমিটার। সিটি কর্পোরেশনের জন্য ন্যূনতম আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। দেশের অনেক সিটি কর্পোরেশনের তুলনায় এটি আয়তনে অনেক বড়। ২০২৩-২৪ অর্থবছরে পৌরসভার বার্ষিক আয় ছিল ৬০ কোটি টাকারও বেশি।
ঢাকা/এনাম/রাসেল