ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:২৯, ২২ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জে এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে এক রাতে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

এর আগে, গত সোমবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয় স্কুলশিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘‘এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির পর চোরের দল কবরে তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছে।’’

এ বিষয়ে কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, ‘‘সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। স্থানীয় মুসল্লিরা বিষয়টি দেখতে পেয়ে কমিটিকে জানায়।’’

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/রাসেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়