ভারত ভুল করলেও আমরা করব না: মৎস্য উপদেষ্টা
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডিম ছাড়া ও প্রজননের জন্য মা ইলিশ রক্ষায় সাগরে ইলিশ ধরার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের আরোপিত নিষেধাজ্ঞার সময়সীমার তারতম্য প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘‘ভারত যদি ভুল করে, আমরা ভুল করব না।’’
বুধবার (২২ অক্টোবর) সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, ‘‘আমরা নিষেধাজ্ঞার যে সময়টা নির্ধারণ করি, সেটা আশ্বিন মাসের পূর্ণিমার চার দিন আগে থেকে; মোট ২২ দিনের জন্য। আমরা নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত নিই—সেটা গবেষক, বিএফআরআই ও জেলে প্রতিনিধিদের সম্মতিক্রমে।’’
তিনি বলেন, ‘‘ইলিশ তো আর ক্যালেন্ডারের তারিখ ধরে ডিম ছাড়বে না। চাঁদের তারিখ, পূর্ণিমা-অমাবস্যা ধরে ইলিশ ডিম ছাড়ে। এখন ভারত যদি টেকনিক্যালি করে থাকে, আমরা তাদের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’’
উপদেষ্টা বলেন, ‘‘নিষেধাজ্ঞার সময়ে আমাদের জেলেরা নদী বা সাগরে যেতে পারে না। তখন কোস্টগার্ড ও নৌপুলিশ নজরদারি করে। কিন্তু এ সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরছে বলে তথ্য পাচ্ছি। বিষয়টি জানার পরে কোস্টগার্ডকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে।’’
ঢাকা/সাব্বির/রাজীব