ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেত্রীকে কুৎসা, ক্ষমা চাইলেন কুষ্টিয়ার লিংকন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৯, ২২ অক্টোবর ২০২৫
বিএনপি নেত্রীকে কুৎসা, ক্ষমা চাইলেন কুষ্টিয়ার লিংকন

বিএনপি নেত্রীকে নিয়ে কুৎসা রটানোর ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন।

বুধবার (২২ অক্টোবর) কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান।

আহসান হাবিব লিংকন বলেন, “আমি কথা বলতে বলতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সম্পর্কে একটি মন্তব্য করে ফেলেছি। ইট ওয়াজ মাই স্লিপ অফ টাঙ্গ। গত ১৫ বছর তিনি রাজপথে আন্দোলনে ছিলেন। আমি বিএনপির নেতাদের ধন্যবাদ জানাই, তারা আমার ভুল ধরিয়ে দিয়েছেন। আমি স্বীকার করছি, এটা অনিচ্ছাকৃত ছিল। এজন্য আমি দুঃখিত এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।’’

তবে, বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন এই ক্ষমা প্রার্থনাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, “জনসভায় আমাকে উদ্দেশ্য করে কুৎসা রটিয়েছেন। কিন্তু, কয়েকজন সাংবাদিক ডেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটা যথাযথ ক্ষমা প্রার্থনা না।’’

এর আগে, মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে এক জনসভায় ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুৎসা রটান বলে অভিযোগ উঠে আহসান হাবিব লিংকনের বিরুদ্ধে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভেড়ামারায় ফরিদা ইয়াসমিনের সমর্থকেরা ঝাড়ু মিছিল বের করেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়