মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা, যুবক নিহত
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কায় সুজন আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আড়পাড়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন আলী খরমপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, খড়মপুর থেকে মোটরসাইকেলযোগে আড়পাড়া যাচ্ছিলেন সুজন। হাসপাতালের গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লাগে। এতে সুজন আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ফারুক/রাজীব