ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৩ অক্টোবর ২০২৫  
ময়মনসিংহে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মরদেহ ঘিরে স্বজনদের শোক প্রকাশ।

ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহদী হামান বলেন, “গোয়াতলা শশার বাজার এলাকায় বাই রোড থেকে একটি মোটরসাইকেল ময়মনসিংহ ফুলপুর সড়কে উঠছিল। এসময় ঢাকা থেকে হালুয়াটগামী ইমাম পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “মরদেহ দুটি প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পরিবারের দাবীর প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে বাস আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়