ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকে সংঘর্ষ: নিহত ২, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:২৫, ২৪ অক্টোবর ২০২৫
ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকে সংঘর্ষ: নিহত ২, আহত ৫

দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি (উপরে) এবং ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক (নিচে)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক ধাক্কার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে, একই লেনে থাকা একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এই দ্বিতীয় সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন অজ্ঞাতনামা যাত্রী নিহত হন এবং চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্য থেকে একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/তামিম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়