গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিল আহম্মেদ ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিম পাড়া গ্রামের কামলে শেখের ছেলে।
বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য জানান, সাকিল কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/বাদল/রফিক