ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষেধাজ্ঞার সময় ইলিশ কেনায় চারজনকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ অক্টোবর ২০২৫  
নিষেধাজ্ঞার সময় ইলিশ কেনায় চারজনকে জরিমানা

জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে

উৎপাদন বাড়াতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময়ে ইলিশ কেনা-বেচা, পরিবহন ও সংরক্ষণ করাও নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চারজনকে আটক করেছে পুলিশ।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে ১০ হাজার টাকা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেছেন, শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকা হয়ে ফিরছিলেন চার ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কেনায় তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওসি জানান, কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করে তা টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকায় নদীর পাড়ে বিক্রি করছিল। তাদের ঠেকাতে শুক্রবার সকালে টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ইলিশ ক্রেতা নিরঞ্জন, সিরাজ, ইকবাল ও রাকিবকে আটক করা হয়। 

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় চারজনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

ঢাকা/রতন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়