মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের লোহারপুল বাজার-সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ৫ থেকে ৭ দিন আগের। দীর্ঘ সময় পানিতে থাকায় মৃতদেহটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়দের পক্ষে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা/রতন/রফিক