ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগের দাবি

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:২৬, ২৫ অক্টোবর ২০২৫
এনসিপির জেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগের দাবি

অ্যাডভোকেট রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পদ্মাসেতু অবরোধ করার হুশিয়ারি দেন তারা।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে শহীদ মামুন স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ৩০ মিনিট সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভকারীরা বলেন, অ্যাডভোকেট রুহুল আমিন গত মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগকে ওয়েলকাম জানান। এর তীব্র নিন্দা জানাই। কারণ আওয়ামী লীগকে পুর্নবাসন করা মানে ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা। তাই আমরা অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। ২৪ ঘণ্টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা পদ্মাসেতু অবরোধ করতে বাধ্য হব।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম শিমুল, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার প্রতিনিধি সাইফুল জামান খান, জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সদস্য কাজী তরুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়িয়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব কাউসার আহমেদ আদনান প্রমুখ।

ঢাকা/আকাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়