ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উচ্চস্বরে কথা বলায় ঘুমন্ত স্বামীকে এসিডে ঝলসে দিলেন স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৫৮, ২৬ অক্টোবর ২০২৫
উচ্চস্বরে কথা বলায় ঘুমন্ত স্বামীকে এসিডে ঝলসে দিলেন স্ত্রী

চাঁদপুরে উচ্চস্বরে কথা বলা এবং সন্দেহের বশবর্তী হয়ে প্রতিশোধ নিতে ঘুমন্ত স্বামীকে এসিডে ঝলসে দিয়েছেন স্ত্রী। 

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী মোহাম্মদ জলিল দুই বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমের হাতে তিনি নির্মমতার শিকার হন।   ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে। নার্গিস বেগমের বাড়ি ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসা গ্রামে। 

খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন ধরেই জলিলের সঙ্গে নার্গিস বেগমের টানাপোড়েন চলছিল। তার অভিযোগ, জলিল গোপনে প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় নার্গিসের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন জলিল। তারই জের ধরে শনিবার রাতে জলিল ঘুমিয়ে থাকাকালীন নার্গিস তার শরীর ও মুখে এসিড ঢেলে দেয়।

জলিলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে তিনি চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, তার মুখ ও শরীরের বড় অংশ ঝলসে গেছে। 

এদিকে, আহত জলিলের পরিবার এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ঘটনার পর থেকেই নার্গিস বেগম গা ঢাকা দিয়েছেন। 

বাহার মিয়া বলেন, ‘‘ঘটনা ঘটিয়ে এর পরপরই পালিয়ে গেছে নার্গিস বেগম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।’’

ঢাকা/জয় 

সর্বশেষ

পাঠকপ্রিয়