নীলফামারীতে টিকা দিতে যাওয়ার পথে নানি-নাতনির মৃত্যু
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নীলফামারীর ডিমলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নানি ও নাতনি (১৪ দিন) মারা গেছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নাতনীকে টিকা দিতে নিয়ে যাওয়ার পথে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাশে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটি বাড়ি বাজার সংলগ্ন এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী সূর্য খাতুন (৫৫) এবং তার নাতনি মোছা. সামিয়া আক্তার। সে একই এলাকার মো. বাবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, সূর্য খাতুন তার নাতনি সামিয়াকে টিকা দিতে টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সামিয়া মারা যায়। আহত সূর্য খাতুনকে স্থানীয়রা ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সূর্য খাতুনকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনির মৃত্যু হয়েছে। পিকআপ ভ্যানের চালক পলাতক, তবে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন।
ঢাকা/সিথুন/মাসুদ