ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমান শাহ হত্যা মামলা

আসামিদের দেশত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৪৬, ২৬ অক্টোবর ২০২৫
আসামিদের দেশত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। গত শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইমিগ্রেশনে এসেছে। আমরা এই পথ দিয়ে চলাচলরত সব যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে গমনের অনুমতি দিচ্ছি।’’

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালত তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে রমনা থানা পুলিশ।

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়