ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে হামলায় ৪ বিজিবি সদস্য আহত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৪৩, ২৭ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামে হামলায় ৪ বিজিবি সদস্য আহত

ফাইল ফটো

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় চোরাকারবারিদের হামলায় টহলরত বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চার সদস্য আহত হয়েছেন। গত শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব পাখি উড়াচর এলাকায় তাদের ওপর হামলা হয়।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম আলী। 

আরো পড়ুন:

মো. ইব্রাহীম আলী বলেন, ‍“বিজিবির পক্ষ থেকে রবিবার (২৬ অক্টোবর) ১০ জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়াধীন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আহত বি‌জি‌বি সদস‌্যরা হলেন- সুবেদার মো. আব্দুল আলীম, ল্যান্সনায়েক মো. মমিনুল ইসলাম, সিপাহী আল মামুন ও সিপাহী মো. শিহাব। 

এলাকাবাসী জানান, শ‌নিবার বিকেল ৫টার দিকে পাখি উড়াচর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফিরছিলেন। এ সময় কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয়। কিছুক্ষণ পর ২০-২৫ জন চোরাকারবারি লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়