বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়া সদরে ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। জহুরুল ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থেকে বেকারি ব্যবসা করে আসছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুলের মোবাইলে কল আসার পর তিনি বাড়ি থেকে হন। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে কাজ করতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে। এরপর লোকমুখে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/এনাম/এস