নির্বাচন নিয়ে সংশয়ের সুযোগ নেই: প্রেস সচিব
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণা সার্কিট হাউজে শুক্রবার সকালে সংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম
অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা সংশয়ের সুযোগ নেই। অন্তবর্তী সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আমরা প্রথম থেকেই বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।”
তিনি বলেন, “দেশের মানুষ এখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। সারাদেশে নির্বাচনের হাওয়া বইছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও দিন দিন উন্নতির দিকে। নির্বাচনকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়াশি অভিযান চলছে। প্রশাসন এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।”
প্রেস সচিব বলেন, “যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আসলে পতিত স্বৈরাচারের দোসর। জনগণ এখন শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চান।”
মতবিনিময় সভায় নেত্রকোণার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবাদ/মাসুদ