গাইবান্ধায় নিখোঁজের পরদিন নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার সাদুল্লাপুরে নালা থেকে মিলন আকন্দ (৩১) নামের এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়ার একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, মিলন আকন্দ গতকাল রবিবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়। সোমবার সকালের দিকে বাড়ির অদূরে একটি নালার পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
পরিবারের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের কারণে মিলন আকন্দকে হত্যা করা হতে পারে।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশা মিয়া বলেছেন, “মিলন আকন্দের লাশ পাওয়ার খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনো তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানিয়েছেন, নয়াপাড়ার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
ঢাকা/মাসুম/রফিক