ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবককে দুবাই নিয়ে বিক্রি, বরিশালে ২ জনের যাবজ্জীবন

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১২ নভেম্বর ২০২৫  
যুবককে দুবাই নিয়ে বিক্রি, বরিশালে ২ জনের যাবজ্জীবন

ভালো চাকরির কথা বলে বরিশালের এক যুবককে দুবাই নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়া এলাকার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়া এলাকার আনসার আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭)।

বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, ভালো চাকরির কথা বলে বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুন হাট এলাকার বাসিন্দা নবীন ফরাজীকে সাড়ে তিন লাখ টাকার চুক্তিতে ২০২৩ সালের ২৭ মার্চ দুবাই পাঠান শাহ ইমরান সাগর। দুবাই পৌঁছানোর পর তাকে মানব পাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বাচ্চু মিয়া। সেখানে চক্রের সদস্যরা দীর্ঘদিন তাকে আটকে রেখে নির্যাতন চালায়। পরে নবীনের বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ছাড়া পাওয়ার পর দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফেরেন নবীন। পরে ২০২৩ সালের ৩০ অগাস্ট দুইজনকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. শিহাবউদ্দিন দুই জনের রিুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়