ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজকীয় সাজে টুকু স্যারকে বিদায় দিলেন হাকিমপুরবাসী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১২ নভেম্বর ২০২৫  
রাজকীয় সাজে টুকু স্যারকে বিদায় দিলেন হাকিমপুরবাসী

দিনাজপুরের হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক টুকু স্যারকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ২৬ বছর এ প্রতিষ্ঠানে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। 

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বিদায় জানান শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

আরো পড়ুন:

এদিকে, বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল উৎসবের মেলায়। ছিল বেলুন, ব্যানার, ফুল আর ভালোবাসার ছোঁয়া। ক্ষুদে শিক্ষার্থীরা ফুল দিয়ে স্যারকে বরণ করে নেয়। পরে আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও ফুলে সাজানো গাড়িতে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।

বিশেষ অতিথি ছিলেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মামুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জামান আলী, সাধারণ সম্পাদক মো. নওশাদ আলী প্রমুখ।

সাবেক শিক্ষার্থী হাফসা খাতুন বলেন, “স্যার শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন অভিভাবকও। তিনি একদিন বলেছিলেন ‘তুমিই পারবে’ এই কথাই আমাকে জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় অংশ নেওয়ার সাহস দিয়েছে।”

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “টুকু স্যার এই বিদ্যালয়ের প্রাণ ছিলেন। ছাদবাগান থেকে শুরু করে বিদ্যালয়ের প্রতিটি গাছ তার হাতের ছোঁয়ায় বড় হয়েছে। তিনি নিজের পরিবারের চেয়ে বিদ্যালয়ের জন্যই বেশি সময় দিয়েছেন। তার মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে আমরা আজ কৃতজ্ঞচিত্তে বিদায় জানাচ্ছি।”

অবসর গ্রহণকারী প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক টুকু বলেন, “দীর্ঘ ২৬ বছর এই বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। সহকর্মী ও শিক্ষার্থীদের পরিবারের সদস্য ভেবে কাজ করেছি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২৪ বছর কাজ করেছি, সেখানেও কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

ঢাকা/মোসলেম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়