ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাকচাপায় স্বাধীন মোল্লা (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু দক্ষিণ পাড়ার রওশন মোল্লার ছেলে ও মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন স্বাধীন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব