ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এআই দিয়ে লকডাউন পালন করেছে আওয়ামী লীগ: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩২, ১৩ নভেম্বর ২০২৫
এআই দিয়ে লকডাউন পালন করেছে আওয়ামী লীগ: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই। তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কিছু ছবি বানিয়ে লকডাউন পালন করেছে। কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকার বিনিময়ে ভোররাতে গোপনে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।’’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

এ্যানি বলেন, ‘‘আওয়ামী লীগ ১৯৪৭ সালের দল। তাদের নেত্রী শেখ হাসিনাকে পালাতে হলো কেন? কারণ তিনি রাজনীতি করেননি, অন্যদেরও করতে দেননি। এ কারণে বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত হয়েছি।’’

তিনি বলেন, ‘‘শেখ হাসিনা বলেছিলেন—যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এখন তো তিনি নিজেই নেই।’’

বিএনপির এই নেতা বলেন, ‘‘শেখ হাসিনা বলেছিলেন—তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। অথচ এই প্রজন্ম পালায়নি, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’’

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়