মিয়ানমারে খাদ্য ও নির্মাণ সামগ্রী পাচারকালে আটক ২২
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘‘বুধবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত দুটি মাছ ধরার ট্রলারকে থামানোর নির্দেশ দেওয়া। এ সময় তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ট্রলার দুটি জব্দ করা হয়।’’
তিনি আরো বলেন, ‘‘তল্লাশি চালিয়ে ট্রলার দুটি থেকে মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে জড়িত ২২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। জব্দকৃত পণ্য, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তারেকুর/রাজীব