ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেতনানাশক স্প্রে করে সোনার গহনা ও মোবাইল ছিনতাই

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৬, ১৩ নভেম্বর ২০২৫
চেতনানাশক স্প্রে করে সোনার গহনা ও মোবাইল ছিনতাই

সাতক্ষীরায় প্রকাশ্যে এক নারীকে চেতনানাশক স্প্রে করে তার পরনে থাকা স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পিএন হাই স্কুলের পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারীর নাম সিমা রায় (৪৯)। তিনি সাতক্ষীরা শহরের শেখর রায়ের স্ত্রী ও যশোরের অভয়নগরের বাশুড়ী গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা শহরের কামাননগরের সঙ্গীতা মোড়ের পার্শ্ববর্তী জবেদ আলীর বাসায় ভাড়া থাকতেন।

সিমা রায় জানান, বাসা থেকে বের হয়ে সুলতানপুর বড়বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দুই যুবক তার পেছন নেন। হঠাৎ একজন পেছন থেকে তার ঘাড়ে হাত দেন। সিমা পেছনে ফিরে তাকালে তার নাকের কাছে কিছু একটা স্প্রে করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে দুই যুবক সীমার পড়নে থাকা স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, ‘‘এ ঘটনায় সিমা রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্বাস আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়