ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘোড়াঘাটে হয়ে গেল ‘খাদক’ প্রতিযোগিতা 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:৫৯, ১৫ নভেম্বর ২০২৫
ঘোড়াঘাটে হয়ে গেল ‘খাদক’ প্রতিযোগিতা 

ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে খাদক প্রতিযোগিতায় অংশ নেন ৯ জন প্রতিযোগী।

ফুটবল, ক্রিকেট, হাডুডু, সাপ খেলা, পাতা খেলাসহ দেশে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা রয়েছে। তবে দিনাজপুরের ঘোড়াঘাটে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী খাওয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগীতায় বিজয়ী হবেন সেরা খাদক বা হাঙ্গর।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে খাদক প্রতিযোগিতা হয়। এতে ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

বিজয়ীদের মধ্যে প্রথম জনকে ছাগল, দ্বিতীয় জনকে রাজহাঁস ও তৃতীয় জনকে একটি মোবাইল ফোন দিয়ে পুরষ্কৃত করা হয়। ভিন্নধর্মী এই খাওয়ার খেলা দেখতে হাজারও দর্শকের ভিড় জমে।

আয়োজকরা খেলোয়াড়দের ১৫ মিনিট সময় নির্ধারণ করে দেন। এই ১৫ মিনিটের মধ্যে প্রতিযোগীকে নির্দিষ্ট পরিমাণ ভাত, গরুর মাংস, ডাল ও ডিম খেয়ে শেষ করতে হবে। 

এতে খাদক বা হাঙ্গর হিসেবে প্রথম স্থান অর্জন করেন সুলতান হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন রাজিব এবং তৃতীয় হন স্বাধীন নামের এক প্রতিযোগী। 

রাজিয়া সুলতানা নামের এক দর্শক বলেন, “আজকের এই খেলাটি আমি প্রথম দেখলাম। দেশে অনেক খেলা আছে, এমন খেলা এই প্রথম। অন্যরকম এই প্রতিযোগীতামূলক খেলা দেখতে খুবই ভাল লাগলো।”

রেজাউল করিম, আশরাফুল ইসলাম, বেলাল হোসেনসহ বহু দর্শক বলেন, মানুষ যে এতো অল্প সময়ের মধ্যে এতোগুলো খাবার খেতে পারে, এই প্রথম আমরা দেখলাম। এই উপজেলার এধরনের খেলা আগে কখনও দেখিনি। আমরা চাই আয়োজকরা যেন প্রতিবছর এমন খেলার আয়োজন করে।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী সুলতান হোসেন প্রথম পুরষ্কার হিসেবে ছাগল পেয়েছেন।


প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারকারী সুলতান হোসেন বলেন, “খাওয়া প্রতিযোগিতায় প্রথম হতে পেরে খুব ভাল লাগছে। খাওয়ার প্রতি প্রচুর ভালবাসা আমার আছে। সবধরনের খাবার দ্রুত খেয়ে শেষ করতে পারি। এখানে এতগুলো দিয়েছে, যদি আরো দিতো তাও খেয়ে ফেলতাম।”

আয়োজক নূর মোহাম্মদ রিমন বলেন, “আমাদের এলাকায় বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা রয়েছে। তবে আমরা আয়োজকরা একটু ভিন্নধর্মী খেলার আয়োজন করেছি। ঘোড়াঘাট পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। গত মাসের ২৩ তারিখ থেকে প্রতিটি ওয়ার্ডে খাওয়ার প্রতিযোগিতা শুরু করি। তার মধ্যে প্রতিটি ওয়ার্ড থেকে একজনকে জয়ী করা হয়। আজ ৯টি ওয়ার্ডের ৯ জনের মাঝে ফাইনাল খেলা হয়। তাদেরকে ১৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরমধ্যে যে সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভাত, গরুর মাংস, ডাল, ডিম খেয়ে শেষ করতে পেরেছেন তাকেই প্রথম বিজয়ী ঘোষণা করা হয়।” 

ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মিলন বলেন, “আমাদের এই উপজেলার এই প্রথম ভিন্নধর্মী প্রতিযোগীতার আয়োজন করা হলো। বিজয়ীদের খাদক বা হাঙ্গর নাম উপাধি দেওয়া হয়েছে। এটি বেশ মজার।”

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়