ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৭ নভেম্বর ২০২৫  
শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ মিছিল বের করেন।

বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসি ঘোষণা হয়েছে। এ রায়ে মানুষ সন্তুষ্ট। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে এ রায় কার্যকর করতে হবে।

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়