ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২২ নভেম্বর ২০২৫  
ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে

ঢাকার পুরান শহরের বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে ইটের রেলিং পড়ে নিহত লক্ষ্মীপুরের আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে আব্দুল আজিজ রিমনের (১২) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আরো পড়ুন:

ভোরে গ্রামে মরদেহ আসার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পরিবার জানায়, আব্দুর রহিম রাজধানীর সদরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন। পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

শুক্রবার সকালে মেজো ছেলে রিমনকে (পঞ্চম শ্রেণির ছাত্র) সঙ্গে নিয়ে বাজারে বের হন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি ভবনের ওপরের রেলিং ভেঙে পড়ে তাদের মাথায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-ছেলে।

ঢাকা/জাহাঙ্গীর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়