ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৬, ২৬ নভেম্বর ২০২৫
রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাঙামাটিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাসান (২২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের রাউজানে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক হাসান মারা যান।

কাউখালীর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইসহাক বলেন, ‘‘দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেছেন। তবে, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এর আগে, গত ২ নভেম্বর একই স্থানে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হন। তার আগে, গত ২৬ এপ্রিল সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ৫ জন মারা গেছেন।

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়