ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৫  
উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

আরো পড়ুন:

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে পালংখালী বিওপির একটি টহল দল উখিয়ার ফারিরবিল এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা তিনটি কালো ব্যাগ ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যায়। ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩৬টি কার্টনে মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ঘটনার পর পুরো এলাকায় রাতভর অভিযান চালানো হলেও কোনো মাদক কারবারিকে আটক করা যায়নি।

জব্দ করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়