লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম জব্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ওয়ার্কশপের আড়ালে গড়ে তোলা অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ডিবির অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ খবর পেয়ে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আবদুল গোফরানের ছেলে নুর উদ্দিন জিতু চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ পরিচালনা করছিলেন। ওয়ার্কশপে বাহ্যিকভাবে লোহার কাজ চললেও ভেতরে তৈরি হতো দেশীয় অস্ত্র, এলজি ও অন্যান্য আগ্নেয়াস্ত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওই কারখানায় অভিযান চালায়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে চালানো অভিযানে পিস্তলসহ বিভিন্ন অস্ত্র তৈরির যন্ত্রাংশ জব্দ করা হয়।
ডিবির ওসি মো. শাহাদাত হোসেন টিটু জানিয়েছেন, কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জনবহুল বাজার এলাকায় এমন অস্ত্র কারখানা দীর্ঘদিন ধরে চললেও কেউ কিছু টের পাননি, এটি উদ্বেগজনক।
তারা অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকা/লিটন/রফিক