এক ডাক্তারের বদলি বাতিল, আরেকজনের অপসারণ চাইলেন চাটমোহরবাসী
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত আলমগীর হোসেনের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ।
একইসঙ্গে নানা অনিয়ম, চিকিৎসা বাণিজ্য এবং রোগী হয়রানির অভিযোগে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলকে অপসারণের দাবি জানান তারা। এ সময় দাপ্তরিক কাজে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা পাবনার সিভিল সার্জনকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে জরুরি রোগীরা যথাযথ চিকিৎসা না পেয়ে পাবনা সদর হাসপাতাল বা রাজশাহী মেডিকেলে যেতে বাধ্য হয়। ভর্তি হওয়া রোগীরাও সঠিক সেবা পাচ্ছেন না। এ ছাড়া হাসপাতালে দুর্নীতি, চিকিৎসা বাণিজ্য ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এখন নিয়মিত চিত্র হয়ে উঠেছে।
বক্তারা বলেন, ডা. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা লিখতেন না এবং কোনো কমিশনভিত্তিক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন না। যে কারণে তিনি গরীবের ডাক্তার হিসেবে সুনাম ছড়িয়ে পড়ে। হাসপাতালের কিছু চিকিৎসক এবং টেস্ট সিন্ডিকেটের স্বার্থে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সে কারণে তাকে মাত্র এক বছরের মাথায় সুজানগর হাসপাতালে বদলি করা হয়েছে।
বক্তারা বলেন, এ সবের পেছনে কলকাঠি নাড়ছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। তিনি নানা অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। তার কারণে ভালো কোনো চিকিৎসক এখানে বেশি দিন থাকতে পারেন না। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের এক নেতার আত্মীয় পরিচয় দিয়ে সবসময় ক্ষমতার প্রভাব খাটিয়ে চলেন। আওয়ামী লীগ সরকার পতনের পরও তিনি তার ক্ষমতার প্রভাব খাটিয়ে চলছেন।
এ কারণে বিক্ষোভকারীরা আলমগীর হোসেনের বদলি বাতিল করে বর্তমান কর্মস্থলে বহাল এবং ওমর ফারুক বুলবুলকে অপসারণের দাবি জানান।
এ দিন দাপ্তরিক কাজে চাটমোহর হাসপাতালে যান পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এক পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে বসে থাকা সিভিল সার্জন ক্ষুব্ধ ছাত্রজনতার তোপের মুখে পড়েন।
বিক্ষোভকারীদের দাবির মুখে ডা. আবুল কালাম আজাদ তাদের আশ্বস্ত করে বলেন, ‘‘তিন কার্যদিবসের মধ্যে আলমগীর হোসেনকে চাটমোহর হাসপাতাল ফেরানো হবে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক বুলবুলের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন পাঠানো হবে। তিনি আপাতত চাটমোহর হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।’’
এ বিষয়ে ওমর ফারুক বুলবুল বলেন, ‘‘সকালে আমি হাসপাতালে ছিলাম না। বিকেলে ডিউটি ছিল আমার। ওই সময় না থাকার কারণে আসলে কী হয়েছে আমি তেমন কিছু জানি না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ বলা হয়েছে তা সঠিক নয়। আলমগীরকে বদলির বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই।’’
ঢাকা/শাহীন//