ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রোহিতের কাঁধে নিঃশ্বাস ফেলছেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৮, ১০ ডিসেম্বর ২০২৫
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রোহিতের কাঁধে নিঃশ্বাস ফেলছেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। সর্বশেষ আইসিসি হালনাগাদে তার ঠিক ওপরে আছেন কেবল ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তিন ম্যাচের সিরিজে ১৫১ গড়ে ৩০২ রান করে দুই ধাপ এগিয়েছেন কোহলি। প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি আর তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংস; সব মিলিয়ে সিরিজ সেরা নির্বাচিত হওয়ার পাশাপাশি ছিটকে দিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে। সিরিজটি ভারত জিতেছে ২-১ ব্যবধানে।

আরো পড়ুন:

রোহিত অবশ্য নিজের অবস্থান অটুট রেখেছেন। তিনিও ছিলেন দুর্দান্ত ছন্দে। দুটি অর্ধশতকসহ পুরো সিরিজে করেছেন ১৪৬ রান, গড় ৪৮.৬৭। তার এখন রেটিং পয়েন্ট ৭৮১, কোহলির ৭৭৩।

ভারতের আরও দুই তারকা খেলোয়াড়ও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে দারুণ ছাপ রাখা কেএল রাহুল উঠেছেন দুই ধাপ। এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ১২তম। প্রথম দুই ওয়ানডেতে তার ইনিংস ছিল ৬০ ও অপরাজিত ৬৬। অন্যদিকে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করে তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসও জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের টপ-টেন তালিকায়। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানের ইনিংসের পর তিনি তিন ধাপ উঠে হয়েছেন অষ্টম।

অ্যাশেজ সিরিজে ধারাবাহিক দুর্দান্ত বোলিংয়ে উজ্জ্বল মিচেল স্টার্কও পেয়েছেন র‍্যাঙ্কিং বুস্ট। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ম্যাচসেরার পর তিন ধাপ এগিয়ে এখন টেস্ট বোলারদের তালিকায় ৩ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮৫২। যা ক্যারিয়ার সেরা। সিরিজে এখন পর্যন্ত তার উইকেট ১৮টি, গড় মাত্র ১৪।

টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। ব্রিসবেনে তার ১৩৮* রানের ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। যা তালিকার শীর্ষস্থান আরও দৃঢ় করেছে। রুটের নিচে আছেন কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। দুজনই এক ধাপ করে এগিয়েছেন।

উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে করেছিলেন ৫২, আর স্মিথ অ্যাশেজে এখন পর্যন্ত করেছেন ১০৩ রান, গড় ৫১.৫০; সর্বোচ্চ স্কোর ৬১। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়