ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোহলির ৫২তম সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৩০ নভেম্বর ২০২৫  
কোহলির ৫২তম সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত ওয়ানডেতে শুরুটা করল দারুণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ৩৪৯ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল ফিরলেও দাঁড়িয়ে যান কোহলি ও রোহিত শর্মা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন ১৩৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

আরো পড়ুন:

১৬১ রানের মাথায় রোহিত ফিরেন ৫টি চার ও ৩ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে। নতুন ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় ৮ রান করেই ফিরেন সাজঘরে। এরপর ওয়াশিংটন সুন্দরও ১৩ রানের বেশি করতে পারেন না।

তবে পঞ্চম উইকেটে কোহলি ও লোকেশ রাহুল ৭৬ রানের জুটি গড়েন। এ যাত্রায় কোহলি ১০২ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির পর ঝড় তোলেন কোহলি। তবে ২৭৬ রানের মাথায় কোহলি ফিরেন ১২০ বলে ১১টি চার ও ৭ ছক্কায় ১৩৫ রানের ইনিংস খেলে।

এরপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ৬৫ রান যোগ করেন সপ্তম উইকেট জুটিতে। তাতে ভারতের দলীয় সংগ্রহ বেড়ে হয় ৩৪১। এই রানে রাহুল ফিরেন ৬০ রান করে, ২ চার ও ৩ ছক্কায়। ৩৪৭ রানের মাথায় জাদেজা আউট হন ৩২ রান করে। একই রানে অক্ষর প্যাটেল ফিরেন ডাক মেরে। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ হয় ৮ উইকেটে ৩৪৯।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়