রোগী দেখার সময় গেম খেলায় ব্যস্ত চিকিৎসক
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইলে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে (তৃণা)। এক হাতে প্রেসক্রিপশন, অন্য হাতে মোবাইলে গেম খেলার এমন দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা রোগী পাশে দাঁড়িয়ে থাকলেও ডা. তৃণা মোবাইল স্ক্রিনে গেম খেলায় ব্যস্ত।
এ ঘটনায় সেবা প্রার্থীরা প্রশ্ন তুলেছেন, মানুষের জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে একজন চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন আচরণে রোগীরা কতটা নিরাপদ।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির বলেন, ‘‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিউটিরত অবস্থায় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি তার ভুল। আমরা তাকে অফিসিয়ালি কৈফিয়ত তলব করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
এ বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃণার মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা/কাঞ্চন/রাজীব