সাপে কামড়ের পর জ্যান্ত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় সাপে কামড়ের পর সেই সাপ জ্যান্ত ধরে হাসপাতালে নিয়ে আসেন কৃষক কুদ্দুস আলী শেখ (৬৫)। সোমবার (৮ ডিসেম্বর) দৌলতপুর উপজেলার চিলমারী চরে যাওয়ার সময় সাপটি কৃষককে ছোবল দেয়।
চিকিৎসকরা নিশ্চিত করেছেন, কৃষককে কামড় দেওয়া সাপটি বিষধর ‘রাসেলস ভাইপার’ বা চন্দ্রবোড়া।
কৃষক কুদ্দুস আলী বলেন, ‘‘ছোবল দেওয়ার পরে কি সাপ বোঝার জন্য লাঠি দিয়ে আঘাত করি। বাড়িতে খবর দিলে সন্তানেরা এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন সাপটিও কৌটায় ভরে নিয়ে যাই।’’
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, ‘‘হাসপাতালে আসার পরই কৃষককে এন্টিভেনম দেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে, কামড়ের স্থানে এখনো ব্যথা অনুভব করছেন।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব