ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে: গয়েশ্বর

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৪১, ১০ ডিসেম্বর ২০২৫
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা প্রকৃতপক্ষে জনগণের হাতে ফিরে আসবে। ভোটের শক্তিই দেশের রাজনীতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।’’

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাদের রুখতে পারে না।’’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে।’’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘গত ১৭ বছর জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন–পীড়নের মধ্যে ছিল। এ সময় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে আবারো বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়