গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগের জায়গা: জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টার্ক সতর্ক করে দিয়ে বলেছেন, গত মাসে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে পারেনি। মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, “গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগ, ক্ষতি এবং ভয়ের জায়গা।”
তিনি বলেন, “রক্তপাত কমে গেলেও থামেনি। ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে, যার মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখার কাছে আসা ব্যক্তিদের উপর, আবাসিক ভবন এবং আইডিপি (অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের), তাঁবু এবং আশ্রয়কেন্দ্র, পাশাপাশি অন্যান্য বেসামরিক অবস্থানের ওপর হামলা।”
টার্ক জানান, অধিকৃত পশ্চিম তীরেও ‘নজিরনিহীন’ সহিংসতা ঘটছে। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।
তিনি বলেন, “এটি অধিকৃত ভূখণ্ডজুড়ে ফিলিস্তিনিদের জন্য চাপ এবং সমর্থন জোরদার করার সময়, আত্মতুষ্টিতে ডুবে যাওয়ার নয়।”
ঢাকা/শাহেদ