ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১১ ডিসেম্বর ২০২৫  
বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

বগুড়ায় গুদামে মজুত রাখা ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) বগুড়া শহরের কালিতলা এলাকায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই গুদামে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত রেখে বাজারজাত করা হচ্ছে, এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। অভিযানকালে ওই গুদামে ২৬ হাজার কেজি পলিথিন পাওয়া যায়। এসব পলিথিনের বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটকের পর পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।

ব্যবসায়ী হেলালুজ্জামানকে (৪৫) ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রফিকুল ইসলামকে (৪০) ৩০ দিনের ও জাকারিয়াকে (২২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেছেন, অভিযানকালে নিষিদ্ধ পলিথিন পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়