ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালী-২: জামায়াত নেতার ছেলে পেলেন এনসিপির মনোনয়ন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১১ ডিসেম্বর ২০২৫  
পটুয়াখালী-২: জামায়াত নেতার ছেলে পেলেন এনসিপির মনোনয়ন

পটুয়াখালী-২ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন মু. মুজাহিদুল ইসলাম শাহিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন মু. মুজাহিদুল ইসলাম শাহিন। তিনি বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক মাওলানার ছেলে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে ১২৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। এসময় পটুয়াখালী-২ আসনে প্রার্থী হিসেবে শাহিনের নাম ঘোষণা করা হয়। 

আরো পড়ুন:

শাহিন বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়ালেখা করেছেন। পরে তিনি আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যোগ দেন শাহিন। বর্তমানে শাহিন এনসিপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। 

দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শাহিন বলেন, “বাউফলের মানুষের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা, হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।”

তিনি বলেন, “প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মেধাবী ও পরিশ্রমী মানুষদের সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে কাজ করব।”

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, “এনসিপি এখনো বাচ্চা। তারা যা করে কী হবে তারাই ভালো জানে। আমার ছেলে এ আসন থেকে এনসিপির মনোনয়ন পেয়েছে। আমি তাকে বারণ করি না। আমি আমার দল নিয়ে আছি। আশা করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতেে ভোটে কোনো প্রভাব পড়বে না।”

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শহিদুল আলম তালুকদার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ।

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়