ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মগডালে অজগর

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:২৮, ১১ ডিসেম্বর ২০২৫
মগডালে অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের মগডাল থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটি দীর্ঘদিন ধরে ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে সাবার করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

বুধবার (১০ সেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডের পাশে গাছের মগডাল কেটে অজরটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। পরে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টার দিকে সিন্দুরখান রোডের একটি গাছের মগডাল পেঁচিয়ে থাকা অজগরটি নিচে রাস্তার দিকে মুখ বের করে থাকিয়ে থাকে। সেই সাথে হিস হিস শব্দ করছিল। তা পথচারীদের চোখ পড়ে। ভয়ে সবাই একত্রিত হয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন জড়ো হন। অনেকে অজগরটিকে লক্ষ্য করে গাছের ডালে ইট-পাটকেল মারেন। বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেবকে জানলে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। তারা বিদ্যুতের লাইন বন্ধ করে গাছের মগডালে উঠে গাছের ডাল কেটে অজগরটিকে মাটিতে নামান। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, অজগর সাপটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে আসছিল। এটি ধরা পড়ায় খুশি এলাকাবাসী।    

ঢাকা/আজিজ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়